প্রচ্ছদ ›› বাণিজ্য

‘বিলাসী পণ্য আমদানি বন্ধ করা উচিত’

নিজস্ব প্রতিবেদক
১৯ জুন ২০২২ ০৯:৪৯:২৯ | আপডেট: ৩ years আগে
‘বিলাসী পণ্য আমদানি বন্ধ করা উচিত’
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান

আমদানি ব্যয় সুরক্ষা ও ডলার সংকট মোকাবিলায় অন্তত ৬ মাসের জন্য বিলাসবহুল পণ্য আমদানি বন্ধ করে দেয়া উচিত বলে মনে করেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান।

শনিবার অনলাইন প্ল্যাটফরমে প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর পর্যালোচনায় তিনি এ মন্তব্য করেন।

আতিউর রহমান বলেন, ‘৬ মাসের জন্য বিলাসবহুল পণ্য আমদানি বন্ধ করা উচিত। ৬ মাসের জন্য বিদেশি ফুল আমদানি বন্ধ করলে কি ঘর সাজবে না? ৬ মাস ওডি গাড়ি না আসলে কি ঢাকায় গাড়ি চলবে না। এমন কিছু বিলাসবহুল পণ্য রয়েছে ছয় মাস বন্ধ থাকলে দেশের সমস্যা হবে না।’

পাচার করা অর্থ ফেরতের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা অ্যান্ডমন্ড, এপিজি ও আনকাকের সদস্য। অবাধে এমন সুযোগ দেওয়া হলে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হব। তাই ভবিষ্যৎ চিন্তা না করে ঢালাওভাবে সুযোগ দেয়া যাবে না।’

সাবেক গভর্নর বলেন, ‘প্রত্যক্ষ করের পরিমাণ বৃদ্ধি করা, কর কাঠামোগত ডিজিটাইলেশন করা, করের আওতা বৃদ্ধি করা ও কর কাঠামোর সংস্কার কীভাবে করা যায়, সেটি ভাবা দরকার।’

এছাড়াও অনেক সময় মামলাজটে হাজার কোটি টাকার টাকার রাজস্ব আটকে যায়, সেখান থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায়- সেটি দেখতে হবে। অন্যদিকে মামলার বিকল্প পথ অর্থাৎ এডিআরের মাধ্যমে সমাধানকে গুরুত্ব দিতে হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে এনবিআর সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, ‘ডলারের সংকট কাটিয়ে উঠতে কিছু দিনের জন্য হলেও বিলাসবহুল পণ্য আমদানি বন্ধ করা উচিত। রেগুলেটরি ডিউটি দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। কারণ একশ্রেণির হাতে অঢেল টাকা রয়েছে, তাদের দাম বাড়িয়ে নিয়ন্ত্রণ করা যাবে না।’