প্রচ্ছদ ›› বাণিজ্য

বিশ্ব মন্দায় বেক্সিমকো ফার্মার রপ্তানি কমেছে

নিয়াজ মাহমুদ
১০ জানুয়ারি ২০২৩ ১৮:৩৮:২৪ | আপডেট: ২ years আগে
বিশ্ব মন্দায় বেক্সিমকো ফার্মার রপ্তানি কমেছে

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২০২১-২২ অর্থবছরে রপ্তানি আয় কমেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির রপ্তানি আয় ১৪ শতাংশ কমেছে।

বিশ্লেষকদের মতে বৈশ্বিক অর্থনৈতিক কোভিড-১৯ প্রতিরোধী  ওষুধ রেমডেসিভির রপ্তানি কমার ফলে কোম্পানিটির রপ্তানি আয় কমেছে। উল্লেখ্য  বিশ্বব্যাপী মহামারীর প্রাদুর্ভাব কমার কারণে আলোচ্য সময়ে কোম্পানিটির প্রধান রপ্তানি পণ্য রেমডেসিভির রপ্তানি কমেছে।

রপ্তানি কমলেও কোম্পানিটির রাজস্ব আয় আগের অর্থবছরের তুলনায় ১৭.৫ শতাংশ বেড়েছে। আগের অর্থবছরে বেক্সিমকো ফার্মার নিট বিক্রয় ছিল ২ হাজার ৯৪৯ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে এর পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ৪৬৬ কোটি টাকা।

এদিকে দেশের বাজারে কোম্পানিটির বিক্রয় ২১.১৩ শতাংশ বেড়েছে। মূলত সানোফি বাংলাদেশ লিমিটেড এবং নুভিস্তা ফার্মার অধিগ্রহণের কারণে বেক্সিমকো ফার্মার বিক্রয়ে এ প্রবৃদ্ধি হয়েছে।

বেক্সিমকোর গত অর্থবছরে রপ্তানি বাবদ আয় হয়েছে ২৬৮ কোটি ৫০ লাখ টাকা, আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৩১২ কোটি ৪০ লাখ টাকা।

কোম্পানিটি তার সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদনে উল্লেখ করেছে"চলমান অর্থনৈতিক মন্দা, এবং আর্ন্তজাতিক-রাজনৈতিক সংকটের কারণে আমাদের রপ্তানি আয় আগের বছর থেকে ১৪ শতাংশ কমেছে ,।"

স্থানীয় ওষুধ প্রস্তুতকারক হিসেবে বেক্সিমকো ফার্মা কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য ম্যালনুপিরাভির অনুমোদন পায় গত বছরের জানুয়ারিতে।

এর বার্ষিক আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে“একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও কোম্পানিটির রাজস্ব আয় ১৭.৫ শতাংশ বেড়েছে। এবং আমাদের দেশের বাজারে কোম্পানিটির বিক্রয় ২১.৩ শতাংশ বেড়েছে, "।

এতে আরো বলা হয় “দেশীয় বাজারে, আমরা শীর্ষ পাঁচটি কোম্পানির মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছি।”

"তবে, অর্থনৈতিক মন্দা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিশৃঙ্খল  হবার কারণে আমাদের রপ্তানি ১৪ শতাংশ হ্রাস পেয়েছে ।"

আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ৩০ ধরণের নতুন পণ্যের বাজারজাত শুরু করেছে।

বেস্কিমকো ফার্মার বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ১১ টি দেশে ২৮ ধরণের পণ্য রপ্তানির জন্য ৩২ টি অনুমোদন পেয়েছে। এবং যুক্তরাষ্ট্রের বাজারে আরো তিনটি পণ্যের এনডিএ অনুমোদন পেয়েছে এবং যুক্তরাজ্যে দুটি পণ্যের জন্য বিপণনের অনুমোদন পেয়েছে,।”

২০২১-২২ অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১.৪৮ টাকা গত অর্থবছরে এর পরিমাণ ছিল ১১. ৪৯ টাকা।