ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে আগামী বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ইসলাম ধর্মের প্রবর্তক ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর দিনটি সমগ্র বিশ্বের মুসলিমরা ঈদে মিলাদুন্নবি (সা.) হিসেবে পালন করেন। যেটি ১২ রবিউল আউয়াল হিসেবেও পরিচিত।
এ দিনে বাংলাদেশে সরকারি ছুটি থাকে। ফলে সরকারি-বেসরকারি সব অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ।
বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলছে, পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে মঙ্গলবার (১৯ অক্টোবর) ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে ঘোষিত ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর বুধবার নির্ধারণ করা হলো।
আরবি সফর মাস ৩০ দিন পূর্ণ করায় একদিন পেছায় ১২ রবিউল আউয়াল তথা ঈদে মিলাদুন্নবি (সা.)।