ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৯৫ কোটি ৪১ লাখ টাকার।
মঙ্গলবার লেনদেন হয়েছিলো এক হাজার ১৮৩ কোটি ২৭ লাখ টাকার। সে হিসেবে লেনদেন বেড়েছে ১২ কোটি ১৪ লাখ টাকার।
আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৫০.৮৭পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০০.১০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭০.৫১ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ২৪.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৫৮.৮২ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৫২ টির, কমেছে ১৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ টির।