রেকর্ড ডেটের আগে বুধবার স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানি দু’টি হলো- সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্র জানিয়েছে, কোম্পানি দুইটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৯ মে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে। রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।