প্রচ্ছদ ›› বাণিজ্য

বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক
৩০ আগস্ট ২০২১ ১৬:৪৭:২৭ | আপডেট: ৩ years আগে
বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ আমদানি-রপ্তানি বন্ধ

জন্মাষ্টমীর সরকারি ছুটি থাকায় সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

তবে পাসপোর্টধারী যাত্রীদের সীমান্ত অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছে।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, সোমবার ভারতে জন্মাষ্টমীর সরকারি ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম হবে না। মঙ্গলবার সকাল থেকে পুনরায় কার্যক্রম চলবে।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার বেলাল হোসেন বলেন, সোমবার দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকলেও বন্দরের কার্গো ইউনিটের খালি ট্রাক বন্দর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।