প্রচ্ছদ ›› বাণিজ্য

বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধিতে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২২ ১১:৩৬:৪৯ | আপডেট: ১ year আগে
বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধিতে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

আজ দর বাড়ার শীর্ষে রয়েছে টেক্সটাইল এবং প্রকৈাশল খাতের কোম্পানিগুলো। এ দুই খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

সোমবার বেলা ১১ টা পর্যন্ত ডিএসইতে ১৪৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসই’র প্রধান সূচক বা ডিএসইএক্স ৫.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০৬ দশামিক ৯২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ০.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৮.৯৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৮৬ দশমিক ১৮ পয়েন্টে।

আজ এক ঘন্টায় ডিএসইতে লেনদেনেকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৭টির, কমেছে ১২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১ টি কোম্পানির শেয়ার দর।