সাত কার্যদিবস উত্থানের পর আজ সামান্য পতন হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের সব সূচক কমেছে। তবে সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর।
সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৮৯দশমিক ১৭ পয়েন্টে।
ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৪১৬.৯৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১২.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৩৬১.৩৪ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৭৪ কোটি ৭ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ২৩ কোটি ৯৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯৫০ কোটি ১০ লাখ টাকার।
ডিএসইতে লেনদেনকৃত শেয়ারগুলোর মধ্যে ১৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২০৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
আরও পড়ুন- ১০ জুনের মধ্যে স্ট্যাবিলাইজেশন ফান্ডে অবণ্টিত মুনাফা জমা দেয়ার নির্দেশ
আরও পড়ুন- বিমা খাতের দখলে শীর্ষ দশ