প্রচ্ছদ ›› বাণিজ্য

বেশিরভাগ কোম্পানির দরের সাথে বেড়েছে সূচক

নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২২ ১৫:০৭:১৬ | আপডেট: ১ year আগে
বেশিরভাগ কোম্পানির দরের সাথে বেড়েছে সূচক

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি ডিএসইতে লেনদেনও বেড়েছে।

সোমবার ডিএসই সূত্রে জানা গেছে, সেবা, সাধারণ বীমা ও বস্ত্র খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম আজ বেড়েছে। এর মধ্যে সেবা খাতের শতভাগ এবং সাধারণ বীমা খাতের ৯২ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

এদিন ডিএসইতে ৭০০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৬ কোটি ৩৮ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৫৯৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৯.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩২.৩৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮০.৮০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৮৫.২১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৭টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।