সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
সোমবার বেলা ১০.৩০ টা পর্যন্ত ডিএসইতে ১২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসই’র প্রধান সূচক বা ডিএসইএক্স ৯.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৯৬ দশামিক ৭০ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯৫.৪৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩২৮ দশমিক ৩৮ পয়েন্টে।
আজ আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেনেকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৬৪ টির,কমেছে ১৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ টি কোম্পানির শেয়ার দর।