সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার সূচকের পতনে শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এদিন ডিএসই'র সব সূচকের পতন হয়েছে সেই সাথে কমেছে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৯.৫৯ পয়েন্ট। আজ এ সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৪১১ দশমিক ৮৬ পয়েন্টে।
আলোচ্য সময়ে অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ দশমিক ৮৮ পয়েন্টে এবং ডিএসই৩০ ইনডেক্স কমেছে ৫.২২ পয়েন্ট।
সোমবার প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১১২ টির, কমেছে ২১২ টির এবং অপরিবর্তিত ছিল ৪৬ টি কোম্পানির শেয়ার দর। এ সময়ে ডিএসইতে ১৭১ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে।