প্রচ্ছদ ›› বাণিজ্য

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬ বিলিয়ন ডলারের নিচে

নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২২ ১৭:৫৮:০৯ | আপডেট: ২ years আগে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬ বিলিয়ন ডলারের নিচে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। গতকালও রিজার্ভ ছিল ৩৬.২০ বিলিয়ন ডলার।

ফরেক্স মার্কেট স্থিতিশীল রাখতে মার্কিন ডলার বিক্রির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ক্রমাগত পতন হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার ব্যাংকগুলোতে ৬০ মিলিয়ন ডলার ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও জুলাই থেকে ২০ অক্টোবর পর্যন্ত ৪ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা।