প্রচ্ছদ ›› বাণিজ্য

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি রাতারাতি সম্ভব নয়: ডিসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি ২০২৩ ১৭:৪৫:৩৮ | আপডেট: ২ years আগে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি রাতারাতি সম্ভব নয়: ডিসিসিআই সভাপতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি রাতারাতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো: সামীর সাত্তার।

তিনি বলেন, রিজার্ভ বাড়াতে আমাদের রেমিট্যান্সের উপর প্রণোদনা বৃদ্ধি করতে হবে। একইসঙ্গে রপ্তানি আয় বাড়ানোর উপর আরো বেশি হারে জোরারোপ করতে হবে।

শনিবার (২১ জানুয়ারি) ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের কারণে দেশে জ্বালানির মূল্য বাড়ছে উল্লেখ করে ডিসিসিআই সভাপতি বলেন, শিল্পখাতে পণ্য উৎপাদন অব্যাহত রাখতে উচ্চমূল্যে হলেও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ পেতে চায় ব্যবসায়ীরা। যেন স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়।

বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি ক্ষুদ্র উদ্যোক্তাদের উপর কিছুটা হলেও নেতিবাচক প্রভাব ফেলবে বলেও জানান তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধির বিষয়টি কেবলমাত্র একমুখী হওয়া উচিত হবে না। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য হ্রাস পেলে কালক্ষেপণ না করে, স্থানীয় বাজারেও যেন জ্বালানির মূল্য সমন্বয়ে উদ্যোগ গ্রহণ করা হয়।

তরুণ উদ্যোক্তারা তথ্য-প্রযুক্তি বিষয়ে উদ্ভাবনী দক্ষতার অধিকারী উল্লেখ করে ব্যারিস্টার সাত্তার বলেন, বৈশ্বিক অস্থিতিশীল বাজারে সিএমএসএমই খাতের তরুণ উদ্যোক্তাদের সহায়তা করতে ঋণের সজলভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে বিদ্যমান জটিল পরিস্থতিতে তাদেরকে সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করতে হবে।

এসময় আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা ও সরবরাহ স্থিতিশীল রাখতে আমদানিতে এলসি খোলার শর্তাবলী সহজীকরণের বিষয়টি বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে সমসাময়িক অর্থনীতি বিষয়ক ১০টি বিষয়বস্তুর উপর বিস্তারিত চিত্র তুলে ধরার পাশাপাশি ২০২৩ সালে ডিসিসিআই’র কর্মপরিকল্পনা উপস্থাপন করেন ডিসিসিআই সভাপতি।

তিনি জানান, এবছর ঢাকা চেম্বার সিএমএসএমই, মানবসম্পদের দক্ষতা উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ, বেসরকারি ও বৈদেশিক বিনিয়াগ, আর্থিক খাত, কর ব্যবস্থাপনা, এলডিসি গ্রাজুয়েশন, অর্থনৈতিক কূটনীতি, অবকাঠামো ও স্মার্ট বাংলাদেশ প্রভৃতি বিষয়সমূহের উপর অধিক হারে গুরুত্বারোপ করবে এবং বিষয়গুলোর উপর ডিসিসিআই সভাপতি বিস্তারিত সুপারিশালা উপস্থাপন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি এস এম গোলাম ফারুক আলমগীর (আরমান), সহ-সভাপতি মোঃ জুনায়েদ ইবনে আলীসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।