পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ব্যবসা সম্প্রসারণ করবে। এজন্য কোম্পানিটি কুষ্টিয়ায় ৫ কোটি টাকা ব্যয়ে ২৯.৮৭ শতাংশ জমি কিনার সিদ্ধান্ত নিয়েছে।
এ ব্যাপারে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কোম্পানি সেক্রেটারি মো: কবীর হোসেন দ্য বিজনেস পোস্টকে বলেন, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে এ জমি কিনবে। তিনি আরও বলেন, এ জমিতে কোম্পানিটি একটি ডিপো তৈরি করবে।
এদিকে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে সমন্বিত আয় বেড়েছে। গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় হয়েছে ৯ কোটি ৩৪ লাখ টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটির আয় হয়েছিল ৮ কোটি ৬২ লাভ টাকা।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী কোম্পানির আয়সহ ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ৭৬ পয়সা।
এদিকে হিসাববছরের তিন প্রান্তিক তথা ৯ মাসে ( জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৩ টাকা ৫২ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১৩ টাকা ২৬ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯০ টাকা ৮২ পয়সা।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৯ সালে। ইবনে সিনার পরিশোধিত মূলধন ৩১ কোটি ২৪ লাখ টাকা। ডিএসই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কোম্পানিটির মোট শেয়ারের ৪৪.৬৭ শতাংশ শেয়ার ডিরেক্টরদের হাতে, ইনস্টিস্টিউটের হাতে ২৪,৪১ শতাংশ এবং বাকি ৩০.৯২ শতাংশ শেয়ার রয়েছে সাাধারণ বিনিয়োগকারীদের হাতে।
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্ততকারক কোম্পানি। বুধবার দিনশেষে কোম্পানিটির শেয়ার প্রতি সর্বশেষ শেয়ার দর ছিল ২৮৬.৬০ টাকা।