দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের উত্থান-পতনে শেষ হয়েছে লেনদেন। এদিন, ব্যাংক আর ওষুধ ও কেমিক্যালস খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে বেশিরভাগ খাতের কোম্পানির।
আজ প্রধান সূচক সামান্য বাড়লেও পতন হয়েছে অপর দু’টির। লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স দশমিক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৭৬৫ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে লেনদেন শেষ হয় ১ হাজার ৪৫৪ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪৫৪ পয়েন্টে।
এদিন গতকালের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৮৩৫ কোটি টাকার; যা গতকালের চেয়ে ২২৯ কোটি টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ৬ কোটি ৫ লাখ টাকার।
আজ লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।