ব্যাংকগুলোকে রপ্তানি বাণিজ্যের ওপর নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কারণ কেন্দ্রীয় ব্যাংক লক্ষ্য করেছে যে ক্রমবর্ধমান রপ্তানি আয় দেশে আসছে না।
এ বছরের জুলাই মাসে পরবর্তী মুদ্রানীতির পর ঋণদানে স্বল্পমেয়াদী মুভিং এভারেজ রেট চালু করবে বাংলাদেশ ব্যাংক। ভোক্তা ঋণ ও ক্রেডিট কার্ড ছাড়া এখন সর্বোচ্চ ঋণের হার ৯ শতাংশ।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকার্স মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশের ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে সভায় অধিকাংশ ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ মেজবাউল হক সাংবাদিকদের বলেন, এখন রপ্তানি সংক্রান্ত বাণিজ্য মনিটরিং করছে এবং ব্যাংকগুলোকে তাদের মনিটরিং জোরদার করতে বলেছেন বাংলাদেশ ব্যাংক।