প্রচ্ছদ ›› বাণিজ্য

ব্যয় কমাতে উদ্যোগ নিলো রূপালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২২ ১৮:২৩:৪৯ | আপডেট: ৩ years আগে
ব্যয় কমাতে উদ্যোগ নিলো রূপালী ব্যাংক

বৈশ্বিক মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সরকারের নির্দেশনায় ব্যয় সংকোচনে নানা উদ্যোগ নিয়েছে রূপালী ব্যাংক। 

বৃহস্পতিবার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে ব্যাংকের নিজ ভবনে ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার যথাক্রমে ২৫ ও ২০ শতাংশ কমিয়ে আনা, যানবাহন ক্রয় না করা এবং সকল সভা ও প্রশিক্ষণ কর্মশালা ভার্চ্যুয়ালি করাসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহন করা হয়। এছাড়াও অত্যাবশ্যক না হলে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়।

এ সময় এমডি বিদ্যুৎ, জ্বালানী ও পানি থেকে শুরু করে সকল খাতে মিতব্যয়ী হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। 

সভায় উপস্থিত ছিলেন, ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান, ইকবাল হোসেন, জিএম পারসুমা আলম, গোলাম মরতুজা, কাজী আবদুর রহমান, মো. হারুনুর রশীদ, কাজী ওয়াহিদুল ইসলাম ও ফয়েজ আলমসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা।