প্রচ্ছদ ›› বাণিজ্য

ব্র্যাকের ১৩৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট ২০২১ ১১:১৮:০২ | আপডেট: ৪ years আগে
ব্র্যাকের ১৩৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) কাছ থেকে ১ হাজার ৩৫০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ইস্যু করার জন্য অনুমোদন পেয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ব্র্যাক।

শনিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো বেসরকারি সংস্থার দ্বারা জিরো-কুপন বন্ড ইস্যু করার ঘটনা বাংলাদেশের ক্ষুদ্র ঋণের ইতিহাসে এটাই প্রথম।

বৃহস্পতিবার বিকেলে ব্র্যাকের প্রধান আর্থিক কর্মকর্তা তুষার ভৌমিকের কাছে অনুমোদনপত্র হস্তান্তর করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান মো. ফশিউল্লাহ।

ব্র্যাকের প্রধান আর্থিক কর্মকর্তা তুষার ভৌমিক বলেন, ‘ব্র্যাকের ক্ষুদ্র ঋণ তহবিলের জন্য প্রধান উৎস ছিল গ্রাহকের সঞ্চয় এবং ব্যাংক লোন। এখন বন্ডও প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণ তহবিলের জন্য বিকল্প উৎস হিসেবে কাজ করবে।’

বন্ড অনুমোদনকে ক্ষুদ্র ঋণ খাতের জন্য একটি বিরাট স্বীকৃতি উল্লেখ করে এই কাজে সহযোগিতার জন্য সকল নিয়ন্ত্রক সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তুষার ভৌমিক।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১ হাজার ৩৫০ কোটি টাকার এই জিরো-কুপন বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে।