সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে মোট ৫২ লাখ ৬৪ হাজার ৮২০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৮ কোটি ৫৪ লাখ টাকা। আজ এ মার্কেটে মোট ৩৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
স্যালভো কেমিক্যাল ২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর তৃতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক। যার লেনদেন হয়েছে ২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, অগ্নি সিস্টেমস, আল-হাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জিপিএইচ ইস্পাত, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, আইপিডিসি, জেএমআ হসপিটাল, ম্যারিকো,মার্কেন্টাইল ব্যাংক, এম.এল ডাইং, এনসিসি ব্যাংক, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টি, ওরিয়ন ফার্মা, দ্য পেনিনসুলা, ফনিক্স ফাইন্যান্স,প্যারামিউন্ট টেক্সটাইল, কাশেম ইন্ডাস্ট্রিজ, আরডি ফুড, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, সিলকো ফার্মা, সোনালী পেপার, এসপিসিএল,স্কয়ার টেক্সটাইল, ইউনিক হোটেল, ভিএফএস থ্রেড ডাইং ও জাহিন স্পিনিং লিমিটেড।