প্রচ্ছদ ›› বাণিজ্য

ব্লক মার্কেটে ১৩৯ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক
১৩ জুন ২০২২ ১৭:৫৭:৪০ | আপডেট: ৩ years আগে
ব্লক মার্কেটে ১৩৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর ১৩৬ কোটি টাকার লেনদেন হয়েছে। আজকের ব্লক মার্কেটের লেনদেনে সাত কোম্পানির অবদান সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ২ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৪০৭টি শেয়ার ৯৭ বার হাত বদলের মাধ্যমে ১৩৬ কোটি ১৭ লাখ ৬২ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৬ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ কোটি ২৬ লাখ ০৯ হাজার টাকার লাফার্জ হোলসিমের, তৃতীয় সর্বোচ্চ ২৪ কোটি ৫৩ লাখ ৫২ হাজার টাকার ফরচুন সুজের, চতুর্থ সর্বোচ্চ ১০ কোটি ০৬ লাখ ০৫ হাজার টাকার রেনেটার, পঞ্চম সর্বোচ্চ ৭ কোটি ৫৪ লাখ ২০ হাজার টাকার আইপিডিসের, ষষ্ঠ সর্বোচ্চ ৪ কোটি ৫৩ লাখ ৯২ হাজার টাকার নাহি অ্যালুমিনিয়ামের এবং সপ্তম সর্বোচ্চ ৩ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো সুকুকের।