প্রচ্ছদ ›› বাণিজ্য

ব্লু ইকোনমি জোরদার করতে চায় বাংলাদেশ-পর্তুগাল

নিজস্ব প্রতিবেদক
০২ জুলাই ২০২২ ১২:৪৯:১১ | আপডেট: ৩ years আগে
ব্লু ইকোনমি জোরদার করতে চায় বাংলাদেশ-পর্তুগাল
সংগৃহীত

বাণিজ্য, বিনিয়োগ, মানবসম্পদ ও ব্লু ইকোনমির ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ও পর্তুগাল।

শুক্রবার রাতে পর্তুগালের লিসবনে এক বৈঠকে এ ইচ্ছার কথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী ডা. জোয়াও গোমেস ক্রাভিনহো।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান দ্বিতীয় জাতিসংঘ মহাসাগর সম্মেলন ২০২২-এর মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসে ঢাকা-লিসবন। এটি দুই দেশের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক।

বৈঠক বাংলাদেশ ও পর্তুগালের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়।

এর মধ্যে- বাণিজ্য, বিনিয়োগ, মানবসম্পদ, ব্লু ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত হয় ঢাকা-লিসবন।

সমুদ্রের সম্পদনির্ভর অর্থনীতিকে বলা হয় ব্লু- ইকোনমি। সমুদ্র থেকে আহরণকৃত যে কোনো সম্পদ(অর্থনীতিতে যুক্ত) ব্লু-ইকোনমির পর্যায়ে পড়বে।