প্রচ্ছদ ›› বাণিজ্য

বড় বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান বিএসইসির

নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২২ ২০:০৩:৩৪ | আপডেট: ৩ years আগে
বড় বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান বিএসইসির

পুঁজিবাজারে চলমান সংকট থেকে উত্তেরণের লক্ষ্যে হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালসদের (বড় বিনিয়োগকারীরা) বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালসদের সঙ্গে বাংলাদেশ সিকিউরিজ আ্যন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

এ সময় বিএসইসির পক্ষে নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে ৩০ জন বড় বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, পুঁজিবাজারে চলমান সংকট নিয়ে বড় বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনাকালে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদি ও দীর্ঘ মেয়াদি করণীয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হয়। এ সময় তাদেরকে নিজ নিজ অবস্থান থেকে সক্ষমতা অনুযায়ী বিভিন্ন ধরনের ইনডেক্স মুভার স্ক্রিপ্টে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেয়া হয়। এ সময় বড় বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ বাড়ানোর আশ্বাস দেন।

বিএসইসির এ মুখপাত্র বলেন, আমাদের ইকেনোমি এখন অনেক শক্তিশালী। সরকার যেসব উদ্যোগ নিয়েছে তাতে পুঁজিবাজার নিয়ে যেসব নেগেটিভ রিউমার রয়েছে তা শীঘ্রই কেটে যাবে। এ বিষয়ে বড় বিনিয়োগকারীরা একমত পোষণ করেছে। বিএসইসি এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।