প্রচ্ছদ ›› বাণিজ্য

ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, হতাশ জেলেরা

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২২ ১৯:১৬:৪২ | আপডেট: ৩ years আগে
ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, হতাশ জেলেরা

টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে গত ২৪ জুলাই থেকে শুরু হয়েছে ইলিশ ধরার উৎসব। এর তিন দিনের মধ্যে চাঁদপুরের মৎস্য আড়তে ইলিশ এসেছিলো প্রায় আড়াই হাজার মণ। কিন্তু এ সংখ্যা বুধবার প্রায় অর্ধেকে নেমে গেছে। ফলে এ পেশায় জড়িত ব্যবসায়ী, খেটে খাওয়া শ্রমিকদের হাসি যেন ফুরিয়ে যেতে শুরু করেছে।

বুধবার চাঁদপুর মাছঘাটে সরেজমিনে দেখা যায়, গত তিন দিনের তুলনায় মাছের আমদানি অর্ধেকে নেমে গেছে। ব্যবসায়ীরা জানায়, গত ২৪, ২৫ ও ২৬ জুলাই প্রতিদিন গড়ে আড়াই হাজার মণ ইলিশ ঘাটে বেচা-কেনা হয়েছে। ওইসব ইলিশ চাঁদপুরের খুচরা বাজারগুলোর চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। কিন্তু গতকাল ২৭ জুলাই প্রায় দেড় হাজার মণ ইলিশ আমদানি হয়েছে। তবে ওইসব ইলিশের বেশির ভাগই ছিল ৪শ থেকে ৬শ গ্রাম সাইজ।

চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের শ্রমিক মান্নান সরদার, লোকমান সরদার, মজিবুর ও আলাউদ্দিন বলেন, ‘প্রতিদিনই ঘাটে এসে মাছ আসার অপেক্ষায় বসে ছিলাম। কিন্তু যে পরিমাণ মাছ আসতো তা দিয়ে আমাদের কারোই চাহিদা মিটতো না। বাধ্য হয়েই মালিকদের কাছ থেকে ধার-দেনা করে চলতে হত। গত তিন দিন সাগরে মাছ ধরা পড়ায় আমাগো মনে হয়ছিল এই বুঝি কষ্ট দূর হইব। কিন্তু আইজকা আবার মাছ কইমা গেলো। আলাহই জানে আমাগো কপালে কি আছে।’

আরও পড়ুন-  ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে ঘাটে ফিরছে ট্রলার

সুত্র জানায়, ৪শ থেকে ৫শ গ্রাম সাইজের ইলিশ বিক্রি হয় ২৪ থেকে ২৫ হাজার টাকা মণ এবং সাড়ে ৫শ থেকে ৬শ গ্রামের ইলিশ বিক্রি হয় ২৭ থেকে ২৮ হাজার টাকা মণ। তবে আমদানি কমলেও দাম অতোটা বাড়েনি বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

চাঁদপুর মৎস্য ও বণিক সমিতির সাধারণ সম্পাদক শবেবরাত সরকার বলেন, ‘গত তিন দিন দক্ষিণাঞ্চল তথা সাগরের ইলিশে ভরপুর ছিল চাঁদপুর মাছঘাট। এতে করে ব্যবসায়ীসহ এ পেশার সঙ্গে সম্পৃক্তরা ছিল মহানন্দে। কিন্তু আবারও সেই আমদানি ধস নামা শুরু হয়েছে। জানি না ভাগ্যে কি আছে। তবে যদি এ অবস্থা চলতে থাকে ব্যবসায়ীদের অনেক টাকা লোকসান গুনতে হবে।’