প্রচ্ছদ ›› বাণিজ্য

ভারতে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২১ ২০:১০:০১ | আপডেট: ৩ years আগে
ভারতে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ভারতে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করার জন্য ৫২টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের (রপ্তানি-২ শাখা) উপসচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমতি পাওয়া ৫২টি প্রতিষ্ঠানের প্রত্যেকে ৪০ মেট্রিক টন করে ইলিশ রপ্তানি করতে পারবে।

তবে ভারতে ইলিশ রপ্তানির ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানকে সরকারের দেওয়া বেশকিছু শর্ত মানতে হবে।

এসব শর্তে মধ্যে রয়েছে, ইলিশ রপ্তানির ক্ষেত্রে রপ্তানি নীতি ২০১৮-২১ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে। এছাড়া শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রপ্তানিকৃত পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে। প্রতিটি কনসাইনমেন্ট শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র রপ্তানি-২ অধিশাখায় দাখিল করতে হবে।

এদিকে কোনো প্রতিষ্ঠান অনুমোদিত পরিমাণের চেয়ে অতিরিক্ত ইলিশ রপ্তানি করতে পারবে না। ইলিশ রপ্তানির এই অনুমতি আগামী ১০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। এর মধ্যেই নির্ধারিত পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি করতে হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

তবে মৎস আহরণ ও পরিবহণের ক্ষেত্রে সরকার কোনো বিধি-নিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে অনুমতির মেয়াদ শেষ হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে এ অনুমতি হস্তান্তর করা যাবে না। অর্থাৎ অনুমতি পাওয়া নির্দিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানকেই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানি করতে হবে।