প্রচ্ছদ ›› বাণিজ্য

ভোজ্য তেলে নতুন স্বপ্ন দেখাচ্ছে এসিআই’র সূর্যমূখীর হাইসান-৩৬ জাত

নিজস্ব প্রতিবেদক
২৫ মে ২০২৩ ১৩:২১:১৩ | আপডেট: ২ years আগে
ভোজ্য তেলে নতুন স্বপ্ন দেখাচ্ছে এসিআই’র সূর্যমূখীর হাইসান-৩৬ জাত

দেশে ভোজ্য তেলের চাহিদা মেটাতে আমদানি নির্ভরশীলতা কমিয়ে সূর্যমুখী চাষের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কথা জানিয়েছে দেশীয় প্রতিষ্ঠান এসিআই সীড।

সম্প্রতি বরিশাল এলাকায় পরীক্ষামূলকভাবে এসিআই সীডের বাজারজাতকৃত হাইব্রিড সূর্যমূখী হাইসান-৩৬ জাতের চাষে সফলতা লাভ করায় এ কথা জানিয়েছে এসিআই সীড।

এ নিয়ে গত ১৮ মে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালীর রানীপুর গ্রামে মাঠ দিবসের আয়োজন করে এসিআই সীড। সেখানে উপস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: শওকত ওসমান বলেন, এই তেল অন্য যেকোনও তেল থেকে ১০ গুণ বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। ফলে এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত এসিআই সীড-এর বিজনেস ডিরেক্টর সুধীর চন্দ্র নাথ বলেন, হাইসান-৩৬ একটি স্বল্পমেয়াদী, খরা ও লবণাক্ত মাটি সহনশীল তেল জাতীয় ফসল। এর জীবনকাল ১০০—১১০ দিন এবং তেলের পরিমাণ ৪৬—৪৮ শতাংশ। জাতটির ফলন বিঘা প্রতি ১১ দশমিক ৭৫ মণ। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে ভোজ্য তেলের চাহিদা ২৪ লাখ টন যার মধ্যে ২১ দশমিক ১ লাখ টন বা ৮৮ শতাংশই আমদানি করতে হয়। আমাদের লক্ষ্য দেশেই উৎপাদিত ভোজ্য তেল দিয়ে অন্ততঃ ৪০ শতাংশ চাহিদা পূরণ করা।

হাইসান-৩৬ জাতটি এই অঞ্চলের জন্য আবহাওয়া উপযোগী ও লবণাক্ত মাটি সহনশীল জাত। সেইসঙ্গে এটি কৃষকদের জন্য একই সময় চাষকৃত ডাল ফসলের চেয়ে অনেক বেশি লাভবান বলে জানানো হয় এসিআই সীড-এর পক্ষ থেকে।