প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২২ ১৫:১৬:২৮ | আপডেট: ৩ years আগে
সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

পুঁজিবাজারের সব সূচক বেড়েছে আজ। সেই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন বীমা খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৩৪ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১১২.২৪ পয়েন্টে।

ডিএসইর অন্যান্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৬৫ পয়েন্ট বা ০.১২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১২.৮২ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৩৩.৯৮ পয়েন্টে এবং দুই হাজার ১৯০.০২ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৩৮ কোটি ৫ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ১৯৮ কোটি ১০ টাকা বেশি। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ৯৫ লাখ টাকা।