দেশের প্রান্তিক পর্যায়ে গ্রাহকদেরকে অধিক উন্নত এবং দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি এসিআই মটরস্ ময়মনসিংহ শহরে দীঘারকান্দা বাইপাস রোডে তাদের নিজস্ব শো-রুমের কার্যক্রম শুরু করেছে। ধান উৎপাদনে ময়মনসিংহ এখন শীর্ষে, এ সি আই মটরস্ এই শো-রুমের মাধ্যমে এ অঞ্চলের প্রান্তিক কৃষকদের জন্য খুলে দিলো সম্ভাবনার এক নতুন দুয়ার।
উক্ত শো-রুম থেকে ট্রাক্টর সহ সকল কৃষি যন্ত্রপাতি, ইয়ানমার হারভেস্টার এবং এ সি আই মটরস্ এর অন্যান্য পণ্য পাওয়া যাবে। এছাড়াও গ্রাহকগণ তাদের কাঙ্খিত সার্ভিস ও স্পেয়ার পার্টস এর সুবিধা পাবেন এই শো-রুম থেকে । শোরুম উদ্বোধন উপলক্ষে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রায় ১০ জন গ্রাহককে সোনালীকা ট্রাক্টর হস্তান্তর এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সি আই মটরস্ এর নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস, এসিআই মটরস্ -এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিলার, গ্রাহক সহ অন্যান্য শুভানুধ্যায়ী।
এ সি আই মটরস্ দেশের সর্ববৃহৎ কৃষি যান্ত্রিকীকরণ প্রতিষ্ঠান। ২০০৭ সালে সোনালীকা ট্র্যাক্টর দিয়ে যাত্রা শুরু করে বর্তমানে প্রতিষ্ঠানটি সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিপণন করে থাকে।
এছাড়াও প্রতিষ্ঠানটি ইয়ামাহা মোটর সাইকেল, ইয়ানমার হারভেস্টার, ফোটন বাণিজ্যিক যান, পাওয়ার জেনারেশন এবং সকল প্রকার কনস্ট্রাকশন ইকুইপমেন্ট বিক্রি করে থাকে । কোম্পানিটি তাদের দ্রুত সময়ের মধ্যে দেশব্যাপী সার্ভিস ও স্পেয়ার পার্টস নেটওয়ার্ক এর জন্য সুপরিচিত।