বর্তমানে মাছ-মাংস বাদ দিয়ে ঢাকা শহরে একটি চার সদস্যের পরিবারের মাসিক খাবার খরচ ৯ হাজার ৫৯ টাকা, যা ২০১৯ সালের জানুয়ারিতে ছিল ৬ হাজার ৫৪১ টাকা। গত তিন বছরের বেশি সময়ে খাদ্য খরচ বেড়েছে ৩৮ দশমিক ৪৯ শতাংশ।
গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত 'বিশ্ব অর্থনীতিতে মন্দার আভাস এবং বাংলাদেশের চ্যালেঞ্জ : উত্তরণ কোন পথে' শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়।
বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ঢাকা শহরে মাছ-মাংসসহ ১৯টি খাদ্য পণ্য তালিকায় রেখে ৪ জন সদস্যের একটি পরিবারের গড় মাসিক খরচ বেড়েছে। বর্তমানে অর্থাৎ ২০২২ সালের অক্টোবরে খরচ হচ্ছে ২২ হাজার ৪২১ টাকা, যা ২০১৯ সালের জানুয়ারিতে খরচ হতো ১৭ হাজার ৫৩০ টাকা। অর্থাৎ ৪ সদস্যের পরিবারের খরচ বেড়েছে ২৭ দশমিক ৯ শতাংশ।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, চলমান মূল্যস্ফীতির চাপে দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষ সমস্যায় পড়েছেন। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ১৯টি খাদ্য সামগ্রী আমদানির উপর অগ্রিম আয়কর, অগ্রিম কর এবং নিয়ন্ত্রক শুল্ক অপসারণের সুপারিশ করেন তিনি।
তিনি আরও বলেন, মজুরি বোর্ডের উচিত শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর বিষয়টি বিবেচনা করা। যাতে শ্রমিকরা অন্তত মৌলিক খাবার কিনতে পারে।