প্রচ্ছদ ›› বাণিজ্য

মাথাপিছু বৈদেশিক ঋণ এখন ৫৭২ মার্কিন ডলার

তালুকদার ফরহাদ
১৮ সেপ্টেম্বর ২০২২ ২১:৪০:০১ | আপডেট: ২ years আগে
মাথাপিছু বৈদেশিক ঋণ এখন ৫৭২ মার্কিন ডলার

২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু বৈদেশিক ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫৭২ মার্কিন ডলার। ২০১৭-১৮ অর্থবছরেও যা ছিল ৩৩৩ ডলার।

বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর ডেটার বিশ্লেষণে দেখা যায়, গত ৫ বছরে দেশের মাথাপিছু বৈদেশিক ঋণ বেড়েছে ৭১ দশমিক ৭৭ শতাংশ।

এদিকে ২০২০-২১ অর্থবছরেও মাথাপিছু ঋণ ছিল ৪৮২ ডলার। এক বছরের ব্যবধানে দেশের মাথাপিছু ঋণ ৯০ ডলার বা ১৮ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে।

বর্তমানে দেশের বৈদেশিক ঋণের পরিমান ৯৪ দশমিক ৫০ বিলিয়ন ডলার, যা জিডিপির ২২ দশমিক ৭৭ শতাংশ।

দেশের বর্তমান জনসংখ্যা ১৬৫ দশমিক ১৬ মিলিয়ন। এ পরিসংখ্যানে দেশের মাথাপিছু বিদেশি ঋণ দাঁড়িয়েছে ৫৭২ মার্কিন ডলারে।

২০২০-২১ অর্থবছরে মোট বৈদেশিক ঋণ ছিল ৮১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরে ঋণ ১৫ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে (১২ দশমিক ৯৩ বিলিয়ন ডলার)।

২০১৭-১৮ অর্থবছরে দেশের বৈদেশিক ঋণ ছিল ৫৪ দশমিক ৭৪ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, মাথাপিছু বৈদেশিক ঋণ এমন সময়ে বেড়েছে যখন দেশের অর্থনীতিতে মার্কিন ডলারের তীব্র সংকট চলছে।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর দ্য বিজনেস পোস্টকে বলেন, দেশি-বিদেশি ঋণ বাড়ায় মাথাপিছু ঋণের বোঝাও বাড়ছে। এই ঋণ দেশের জন্য ঝুঁকি তৈরি করছে।