প্রচ্ছদ ›› বাণিজ্য

মামলার পর বসুন্ধরা বলছে চাল নেই তাদের

রোকন উদ্দীন
২৮ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৪:২৫ | আপডেট: ১ year আগে
মামলার পর বসুন্ধরা বলছে চাল নেই তাদের

চালের বাজারে মূল্যবৃদ্ধির অস্থিরতার মধ্যে দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের নামে বাজারে উচ্চমূল্যের প্যাকেটজাত মিনিকেট চাল বিপণন শুরু হয়েছে। চালের দামে কারসাজির অপরাধে কোম্পানিটির বিরুদ্ধে মামলাও হয়েছে। তবে এই চালের বাজারজাতকরণের সঙ্গে নিজেদের কোনো সম্পর্ক নেই বলে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে জানিয়েছে বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা ফুড এ্যান্ড বেভারেজ।

বুধবার রাজধানীর ইস্কাটনে প্রতিযোগিতা কমিশন কার্যালয়ে বসুন্ধরা গ্রুপসহ চাল, আটা, ডিম ও প্রসাধন সামগ্রী বিপণনের সঙ্গে যুক্ত আরও ছয়টি কোম্পানির আট ব্র্যান্ডের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

অস্বাভাবিক মূল্য বাড়িয়ে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে এসব কোম্পানির বিরুদ্ধে।
চালের ব্যবসায় যুক্ত হয়ে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য কমিশন বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে একটি মামলা করে। আটা-ময়দার ব্যবসায় যুক্ত থাকার কারণে এসব পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করে।

তবে বসুন্ধরা গ্রুপের আইনজীবী মামুন চৌধুরী কমিশনকে জানান; চালের কোনো ব্যবসার সঙ্গে বসুন্ধরা গ্রুপ জড়িত নয়। কে বা কারা তাদের ব্র্যান্ডের নাম ব্যবহার করে বাজারে মিনিকেট বা অন্য কোনো চাল বিক্রি করছে তাও তাদের জানা নেই। কেবল কমিশনের শুনানিতে এসেই বিষয়টি তারা জানতে পেরেছেন। 

কমিশনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম বলেন, বসুন্ধরার ব্র্যান্ডের নাম ব্যবহার করে কারা বাজারে চালের ব্যবসা করছে, সেটা খুঁজে বের করার দায়িত্ব বসুন্ধরা গ্রুপেরই। কারা এই কাজ করছে এবং এর জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা ১৬ অক্টোবরের মধ্যে কমিশনকে জানাতে হবে। ওইদিন কমিশনে বসুন্ধরার আটা ময়দার অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মামলার শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

সাবান, সুগন্ধি সাবান ও গুড়া সাবানের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য স্কয়ার টয়লেট্রিজের বিরুদ্ধে কমিশনের করা মামলার প্রথম শুনানিও এ দিন অনুষ্ঠিত হয়।

স্কয়ারের আইনজীবী মোহাম্মদ আলী ইমরান কমিশনকে জানান, ২১ তারিখে নোটিস ইস্যু করা হলেও তারা সেটা অনেক পরে হাতে পেয়েছেন। সেকারণে শুনানির জন্য প্রয়োজনীয় প্রমাণাদি প্রস্তুত করতে পারেননি।
কমিশন স্কয়ারের মামলার শুনানির জন্য আগামী ২১ অক্টোবর পরবর্তী দিন ঠিক করে।