র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং র্যাবের সাবেক শীর্ষ কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। তবে এই নিষেধাজ্ঞা দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি।
তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় বাজারগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র একটি। যেকোনো ধরনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা এড়াতে, আমরা আমাদের উন্নয়ন, আমাদের শ্রমিকদের নিরাপত্তা এবং তাদের অধিকারের দিকে মনোনিবেশ করছি।
বুধবার রাজধানী ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বিজিএমইএ সভাপতি।
তিনি আরও বলেন, জাতীয় অর্থনীতির কথা বিবেচনা করে সব রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
দেশের সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি আয়োজন করার অনুরোধ জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, “এর আগে রাজনৈতিক অস্থিরতার কারণে বেশ কিছু ক্রেতা অর্ডার বাতিল করেছেন। যার ফলে কিছু কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। তাই এবার সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি আয়োজনের অনুরোধ করছি।”