প্রচ্ছদ ›› বাণিজ্য

মালয়েশিয়া-বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণ ও রেমিটেন্স বৃদ্ধির সুযোগ রয়েছে

নিজস্ব প্রতিবেদক
০৫ ডিসেম্বর ২০২২ ১০:৩৪:৪৩ | আপডেট: ১ year আগে
মালয়েশিয়া-বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণ ও রেমিটেন্স বৃদ্ধির সুযোগ রয়েছে

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে নানা রকম ব্যবসা-বাণিজ্য ও রেমিটেন্স বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। এক্ষেত্রে প্রবাসীদের প্রাপ্য সেবাসমূহ সহজ করা জরুরী। এ বিষয়ে অ্যাম্বেসির দ্রুতসেবা, পাসপোর্ট ডেলিভারিসহ অন্যান্য কাজে প্রবাসীদের প্রতি সহযোগিতামূলক মনভাব দেখাতে হবে।

রোববার সেন্টার ফর এনআরবি’র উদ্যোগে মালয়েশিয়ায় প্রবাসী কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন।

সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

প্রবাসী বক্তারা বলেন, “প্রবাসী আয় বাড়াতে হলে সরকারি সেবাগুলো বাস্তবায়ন করতে হবে, বৈধ পথে রেমিটেন্স পাঠানোর সুবিধা নিয়ে প্রবাসীদের মাঝে সভা সেমিনার করতে হবে, মালয়েশিয়ার গ্রাম এলাকায় রেমিটেন্স সেবা ও দূতাবাসগুলোর সেবার মান বৃদ্ধি করতে হবে। রেমিটেন্স হাউজগুলোর সংখ্যা বৃদ্ধি করে তাদের লোকবল বৃদ্ধি করতে হবে। বিভিন্ন গ্রাম এলাকায় যে সকল প্রবাসী রয়েছেন তাদের রেমিটেন্স প্রবাহের মধ্যে আনতে গেলে অনলাইন রেমিটেন্স সিস্টেম চালু করতে হবে।”

শুধু সরকার নয় সকলকে দেশ প্রেমের উদ্বুদ্ধ হয়ে হুন্ডি ব্যবসাকে নিরুৎসাহিত করতে হবে। প্রবাসী আয়ের বা রেমিটেন্স পাঠানোর সুবিধাগুলো নিয়ে বিভিন্ন প্রকল্প চালু করে দেশের অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে প্রবাসীদের সম্মানিত করলে প্রাবাসী আয় দিনে দিনে বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রবাসী।