প্রচ্ছদ ›› বাণিজ্য

মাসে ১০০ মিলিয়ন ডলার পাঠাচ্ছেন কুমিল্লা প্রবাসীরা

২১ সেপ্টেম্বর ২০২২ ১৪:১০:০৮ | আপডেট: ২ years আগে
মাসে ১০০ মিলিয়ন ডলার পাঠাচ্ছেন কুমিল্লা প্রবাসীরা

গত দুই বছরে করোনা ভাইরাসের সংকট কাটিয়ে কুমিল্লায় জনশক্তি রপ্তানিতে গতি ফিরেছে। বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানিতে আবারো সরূপে ফিরে এসেছে কুমিল্লা জেলা।

২০১৯ সালে মহামারি করোনার সংক্রমণ শুরু হওয়ার পর মুখ থুবড়ে পড়ে দেশের শ্রমবাজার। ফলে জনশক্তি রপ্তানির গতি কমে আসে। তবে ২০২১ সালে ধীরে ধীরে আলোর মুখ দেখতে শুরু করে জনশক্তি রপ্তানি। যা পুরো বছর জুড়েই গতিতে ছিলো। ফলে মহামারির আগের সময়ের গতিতে ফিরেছে।

কুমিল্লা জেলা জনশক্তি রপ্তানি কার্যালয় সূত্র বলছে, কুমিল্লা জেলা থেকে এ বছরের আগষ্ট মাস পর্যন্ত বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি হয়েছে ৫০ হাজারেরও বেশি।

নতুন করে শ্রমবাজার না খুললেও পুরনো বাজার থেকেই চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২০২১ সালে রপ্তানি হয়েছে ৬৮ হাজার ১৬৭ জন, ২০২০ সালে ২৪ হাজার ১৮৯ জন ও ২০১৯ সালে ৬৫ হাজার ৯৪১ জন।

কার্যালয়ের প্রধান জানান, প্রতিবছর কুমিল্লার প্রবাসীরা ১৩শ’ থেকে ১৪শ’ মিলিয়ন ডলার দেশে নিয়ে আসছে। অর্থাৎ প্রতিমাসে এ জেলার প্রবাসীরা ১শ’ মিলিয়ন ডলার দেশে পাঠাচ্ছেন।

জেলা শ্রম ও জনশক্তি রপ্তানী কার্যালয়ের প্রধান দেবব্রত ঘোষ বলেন, অভিবাসন প্রক্রিয়ায় নারী অভিবাসন একটি গুরুত্বপূর্ন সংযোজন। নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় দালালদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের সচেষ্ট রয়েছে। সূত্র- বাসস