প্রচ্ছদ ›› বাণিজ্য

মিডল্যান্ড ব্যাংকের আইপিও অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৭:৩৫ | আপডেট: ২ years আগে
মিডল্যান্ড ব্যাংকের আইপিও অনুমোদন

মিডল্যান্ড ব্যাংক লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে টাকা উত্তোলেনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। কমিশনের ৮৩৯ তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়েছে।

মিডল্যান্ড ব্যাংক পুঁজিবাজার থেকে ৭ কোটি শেয়ার ছেড়ে ৭০ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২১ সালের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৩ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৯০ পয়সা। বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ১.০৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।