প্রচ্ছদ ›› বাণিজ্য

মুনাফা বাড়লেও ইসলামী ব্যাংকের আমানত কমেছে

নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৩ ১৯:৩৫:১৯ | আপডেট: ২ years আগে
মুনাফা বাড়লেও ইসলামী ব্যাংকের আমানত কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের ৩১ শে ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে মুনাফা বেড়েছে ২৮ শতাংশ। তবে ২০২২ সালে আমানতকারীরা ১৭ হাজার ৭৮৩ কোটি টাকা তুলে নেয়ায় তীব্র নগদ টাকার সংকটে ভুগছে ব্যাংকটি।

আলোচিত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। আগের বছর ব্যাংকটির ইপিএস ছিল ২ টাকা ৯৯ পয়সা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করা হয়। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ মে।

আগামী ২২ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

ব্যাংকটির শেয়ার প্রতি নগদ প্রবাহ আগের বছরের তুলনায় ২০২২ সালে ৯৭.১১ টাকা কমেছে। ব্যাংকটি বিবৃতিতে জানিয়েছে, নগদ এবং নগদ সমতুল্য হিসেবে তাদের ২৩ হাজার ৪২৯ কোটি টাকা রয়েছে।

তবে, ব্যাংকটির মুনাফা আগের বছরের তুলনায় ২০২২ সালে ২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬১৬ কোটি টাকা হয়েছে।

গত বছর বড় আকারের ঋণ বিতরণে অসঙ্গতির কারণে ইসলামী ব্যাংক কঠিন সংকটের মুখে পড়ে। এর কারণে ব্যাংকটির প্রতি ভরসা কমে যায় আমানতকারীদের।