প্রচ্ছদ ›› বাণিজ্য

মুন্সীগঞ্জে ১ কোটি ৮০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
০৬ জুন ২০২১ ১৮:০২:০৮ | আপডেট: ৪ years আগে
মুন্সীগঞ্জে ১ কোটি ৮০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৯ কোটি টাকা বাজারমূল্যের অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে বাংলাদেশ নৌ-পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের মুক্তারপুর ফাঁড়ি।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানার উত্তর রাম গোপালপুর এলাকা থেকে এক কোটি ৮০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। 

নৌ-পুলিশ প্রধান মো. আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন: ‘কারেন্ট জালের উৎপাদন বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজও নৌ-পুলিশ অভিযান পরিচালনা করেছে। দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল নির্মূল না হওয়া পর্যন্ত নৌ-পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এ ছাড়া কারেন্ট জাল উৎপাদনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।