পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কে অ্যান্ড কিউ পরিশোধিত মূলধন বাড়াবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই) এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি বর্তমান শেয়ারহোল্ডার মাল্টি সোর্সিং লিমিটেডের কাছে ১৭ লাখ ৮ হাজার ২৭৫টি শেয়ার প্রতিটি ১০ টাকা করে ইস্যু করবে। এতে কম্পানিটির পরিশোধিত মূলধন ৫ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা থেকে ৬ কোটি ৮৫ লাখ ৫৯ হাজার ৩০৯ টাকায় উন্নীত হবে। কোম্পানিটির একীভূতকরণ স্কীম অনুযায়ী এ মূলধন বৃদ্ধি করা হবে।
জানুয়ারি- মার্চ ২০২৩ পর্যন্ত সময়ে কম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৪৬ টাকা। এ ছাড়া চলতি অর্থবছরের নয় মাসে (জুলাই ২২-মার্চ ২৩) কম্পানিটির ইপিএস হয়েছে ০.৩৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৬৯ টাকা।
সূত্র মতে, এই প্রান্তিকে পাথর এবং সিএনজি বিক্রি হ্রাসের কারণে, কোম্পানিটির ইপিএস গত বছরের একই সময়ের তুলনায় হ্রাস পেয়েছে।
এদিকে, তৃতীয় প্রান্তিক শেষে অর্থাৎ ৩১ মার্চ ২০২৩ শেষে কম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭৪ টাকা ৪৬ পয়সা। এ সময় কম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ১৫ পয়সা।