প্রচ্ছদ ›› বাণিজ্য

মূল্যস্ফীতির হার ৫.৩ শতাংশে রাখার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
০৩ জুন ২০২১ ১৮:৪১:৩৯ | আপডেট: ৪ years আগে
মূল্যস্ফীতির হার ৫.৩ শতাংশে রাখার পরিকল্পনা

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে গড় মূল্যস্ফীতির হার ৫.৩ শতাংশে রাখার পরিকল্পনা করছে সরকার।

বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট ঘোষণার সময় এ লক্ষ্যের কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি জানান, প্রস্তাবিত বাজেটেও মূল্যস্ফীতির হার এক সংখ্যায় নিয়ে আসার ব্যাপারে আশাবাদী সরকার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, চলতি বছরের এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ৫.৫৬ শতাংশ। যদিও অর্থনৈতিক সূচক বলছে, চলতি ২০২০-২১ অর্থবছরে মূল্যস্ফীতির হার ছিল ৫.৪ শতাংশ।

বাজেট প্রস্তাবকালে অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতি পুনরুদ্ধারের পরিকাল্পনার কথা বিবেচনা করে ২০২১-২২ অর্থবছরের জন্য ৭.২ শতাংশ জিডিপি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আমরা আশা করছি, প্রস্তাবিত বাজেটেও মূল্যস্ফীতির হার ৫.৩ শতাংশে রাখতে সক্ষম হবো।’