পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আইপিও প্রক্রিয়া সম্পন্ন করা বিমা খাতের কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লেনদেন শুরু হবে আগামী বুধবার (৮ জুন)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার সকাল ১০টা থেকে দুই স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) লেনদেন শুরু করবে কোম্পানিটি।
কোম্পানিটি আইপিওর মাধ্যমে ১ কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে।
মেঘনা ইন্স্যুরেন্সকে পুঁজিবাজারে বিনিয়োগ, সরকারি সিকিউরিটিজ ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খাতে ব্যয় করার জন্য অর্থ উত্তোলনের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেন্টস লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।