মোংলা ইপিজেডে ৪১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি জেডি ক্রিয়েশন লিমিটেড।
এর মাধ্যমে মোংলার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে ক্যাম্পিং আইটেম, গার্মেন্টস, তাঁবু এবং আনুষাঙ্গিক জিনিসের জন্য একটি উৎপাদন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে যাচ্ছে কোম্পানিটি।
সোমবার রাজধানী ঢাকার বেপজা কমপ্লেক্সে এ বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও বিনিয়োগ প্রচার-অতিরিক্ত চার্জ) মোহাম্মদ ফারুক আলম এবং জেডি ক্রিয়েশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিউং চুল কিম।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম স্বাক্ষর অনুষ্ঠানের সাক্ষী ছিলেন।
প্রস্তাবিত বিনিয়োগের মাধ্যমে বছরে ৪৮ লাখ ৫০ হাজার ক্যাম্পিং আইটেম যেমন তাঁবু, স্লিপিং ব্যাগ, ব্যাগ, ক্যাম্পিং চেয়ার, টুপি এবং ক্যাপ, বোনা পোশাক যেমন শার্ট, জ্যাকেট এবং ২০ লাখ ২০ হাজার ইডস মুদ্রণ, সূচিকর্ম, স্ট্রিং এবং ইলাস্টিক ব্যান্ড উৎপাদন করবে সম্পূর্ণ বিদেশী মালিকানাধীন কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানিতে মোট ১ হাজার ৯৯০ জন বাংলাদেশি নাগরিক নিয়োগ করা হবে।
১৯৮৯ সাল থেকে চট্টগ্রাম ইপিজেডে ব্যবসা পরিচালনা করছে একই মালিকের একটি ইলেকট্রনিক্স এবং বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউ-জিন লেড কো (বিডি) লিমিটেড।
বেপজার সেবা এবং বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগের পরিবেশে সন্তুষ্ট হয়ে দ্বিতীয় উদ্যোগ হিসেবে মোংলা ইপিজেডে কোম্পানিটি স্থাপন করতে যাচ্ছে তারা।