ময়মনসিংহ বিভাগীয় শহরে ডিজিটাল বুথ চালু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। এই বুথ থেকে ময়মনসিংহের দেশের উভয় স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেন করার সুযোগ পাবেন। এ নিয়ে সারা দেশে প্রতিষ্ঠানটির ২০তম ডিজিটাল বুথ চালু হলো।
শনিবার বিনিয়োগকারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আইল্যান্ড সিকিউরিটিজ লিঃ ময়মনসিংহে ‘ডিজিটাল বুথ’ চালু করে।
আইল্যান্ড সিকিউরিটিজ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনিরা সুলতানা মনি (এমপি) বলেন, ‘না বুঝে শেয়ারবাজারে বিনিয়োগ করবেন না। বিনিয়োগের টাকা যেহেতু আপনার,তাই আপনার টাকার সুরক্ষা আপনাকে নিতে হবে। তাই শেয়ারবাজার সম্পর্কিত বই পড়ে ও বিনিয়োগ বিষয়ক প্রশিক্ষণ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে।বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে সর্বস্তরের মানুষের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান বৃদ্ধিতে কাজ করার জন্য আইল্যান্ড সিকিউরিটিকে অনুরোধ জানান।