প্রচ্ছদ ›› বাণিজ্য

ময়মনসিংহে বাড়ছে আনারস চাষির সংখ্যা

১৩ অক্টোবর ২০২১ ০৯:৫৭:৫৪ | আপডেট: ৩ years আগে
ময়মনসিংহে বাড়ছে আনারস চাষির সংখ্যা
ছবি- দ্য বিজনেস পোস্ট

সুলতান মাহমুদ কনিক, ময়মনসিংহ

লাভজনক হওয়ায় আনারস চাষে আগ্রহ বাড়ছে ময়মনসিংহের ফুলবাড়িয়ার কৃষকদের। চলতি মৌসুমে বাম্পার ফলন ও দাম ভালো পেয়ে খুশি আনারস চাষিরা।

কৃষি বিভাগের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর, কৃষ্টপুর ও রাঙ্গামাটিয়া মৌজায় এক হাজার ৬৭৬ হেক্টর জমিতে আনারস চাষ করা হয়। 

সন্তোষপুর মৌজার চাষী আইয়ুব আলী চলতি মৌসুমে ২ টি বাগানে ১০ একর জমিতে আনারস বাগানের আবাদ করেছিলেন। দুই বাগানে তিনি এ পর্যন্ত সময়ে এক লাখ পিস আনারস বিক্রি করেছেন। প্রতি পিস আনারস তিনি গড়ে ২৭ টাকা পাইকারি দরে বাগান থেকে বিক্রি করে পেয়েছেন ২৭ লাখ টাকা। প্রতিটি আনারস আবাদে তার খরচ হয়েছিল গড়ে ১০ টাকা। এই হিসেবে চাষী আইয়ুব আলী আনারস চাষ করে খরচ বাদে ১৭ লাখ টাকা মুনাফা লাভ করেছেন।

আইয়ুব আলী বলেন, বাংলা কার্তিক অগ্রহায়ণ মাসে বাগানে আনারস চারা রোপণ করতে হয়। এক বছরের মাথায় আনারসের ফলন আসতে থাকে এবং দেড় বছরের মাথায় বাগানের সব আনারস বিক্রি করে শেষ করা হয়।

তিনি আরো বলেন, বাগানে দেড় বছরের বাগানে তিন ধাপে সার প্রয়োগ করতে হয়। এর মধ্যে ইউরিয়া, পটাশ টিএসপি, জিপসাম ও জৈব সার প্রয়োগ করতে হয়। চারা রোপণ থেকে শুরু করে ফলন আসার আগ পর্যন্ত প্রতি পিস আনারস উৎপাদনে গড়ে ১০ টাকার মতো খরচ পড়ে। খরচ বাদে লাভের অংক খুব ভালো থাকে।

তিনি জানান, বর্তমানে তার দুই বাগানে দুই লাখ চারা রোপণ করা আছে। আনারসের ফলন হতে শুরু করেছে। আগামী পৌষ মাস থেকে আনারস বিক্রি করা যাবে আশা করছেন তিনি।

এবারে ফলনও ভালো হবে দাবি করে আইয়ুব আলী জানান, গত বছর আনারস আবাদ করে ১৭ লাখ টাকার লাভ হয়েছিল, বর্তমান বাগানে যেভাবে ফলন হয়েছে তাতে করে  দাম ভালো পাওয়া গেলে খরচ বাদে ৩৫ থেকে ৪০ লাখ টাকা লাভ হওয়ার আশা করছেন তিনি। 

আনারস চাষ লাভজনক হওয়ায় বর্তমানে ফুলবাড়িয়া উপজেলায় প্রায় পাঁচ থেকে ছয় হাজার চাষী আনারস চাষ করছেন।

সন্তোষপুর এলাকার চাষী আকবর হোসেন জানান, লাভজনক হওয়ায় এলাকায় দিন দিন চাষির আনারস চাষে আগ্রহী হয়ে উঠছে। তিনি গতবার আনারস চাষ করে দুই লাখ টাকা লাভ করেছিলেন। ভালো দাম পাওয়ায় এবার বাগানের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন।

ফলন ভালো হলে এবং ভালো দামে আনারস বিক্রি করতে পারলে খরচ বাদে আগামীতে পাঁচ লাখ টাকা লাভ হবে এমনটাই আশা করছেন তিনি। 

রাঙ্গামাটিয়া এলাকার চাষী জমির জানান, ফুলবাড়ীয়ার আনারস বেশ সুস্বাদু হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এখানকার আনারস ময়মনসিংহের চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় চলে যায়। দাম ভালো পাওয়ায় দিনদিন চাষিরা আনারস চাষে আগ্রহী হয়ে উঠছে। তাছাড়া বিষাক্ত কোন ক্যামিকেল প্রয়োগ করা হয়না এখানকার আনারসে। যে কারণে ফুলবাড়িয়ার আনারস মানুষ পছন্দ করে খায়।

ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মতিউজ্জামান জানান, ফুলবাড়িয়া উপজেলার মাটি আনারস চাষের জন্য উপযোগী। ফলন ভালো হয় এবং দাম বেশি পাওয়ায় এখানকার চাষিরা আনারস চাষে দিনদিন আগ্রহী হয়ে উঠছে।

ফুলবাড়ীয়ার চাষিরা সম্পূর্ণ কীটনাশকমুক্ত আনারস চাষ করছেন বলে জানান তিনি।