মাদারীপুরের স্থানীয় রডমিস্ত্রিদের নিয়ে “ইলেকট্রিক আর্ক ফার্নেস পরিশোধিত ভূমিকম্প সহনীয় টিএমটি স্টীল বার” শীর্ষক কনফারেন্সের আয়োজন করেছে আবুল খায়ের স্টিল।
শনিবার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আবুল খায়ের স্টিল-এর ডেপুটি জেনারেল ম্যানেজার শরিফুল ইসলাম নবাব । তিনি বলেন, মানসম্পন্ন নির্মাণসামগ্রী উৎপাদন ও সরবরাহ করার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে আবুল খায়ের স্টীল সর্বদা বদ্ধপরিকর।
স্থাপনা নির্মাণে মানসম্পন্ন নির্মাণসামগ্রীর গুরুত্ব, ভূমিকম্প সম্পর্কিত জ্ঞান ও ক্ষয়ক্ষতি বিষয়ক ধারণা প্রদান করে রডমিস্ত্রিদের সচেতন করার মাধ্যমে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশব্যাপী এ কর্মসূচি আয়োজন করছে আবুল খায়ের স্টিল।
অনুষ্ঠিত কনফারেন্সে প্রতিষ্ঠানটির সেলস, ব্র্যান্ড মার্কেটিং ও প্রোডাকশন ডিপার্টমেন্ট-এর কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।