আবুল খায়ের স্টীল-এর উদ্যোগে সিলেটের সোবহানিঘাট এলাকায় স্থানীয় রডমিস্ত্রিদের নিয়ে অনুষ্ঠিত হলো “ইলেকট্রিক আর্ক ফার্নেস পরিশোধিত ভূমিকম্প সহনীয় টিএমটি স্টীল বার” শীর্ষক কনফারেন্স।
গতকাল অনুষ্ঠিত কনফারেন্সে উপস্থিত ছিলেন, আবুল খায়ের স্টীল-এর সেল্স, ব্র্যান্ড মার্কেটিং ও প্রোডাকশন ডিপার্টমেন্ট-এর কর্মকর্তা ও প্রকৌশলীরা ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আবুল খায়ের স্টীল-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাসুদ আলম।
তিনি বলেন, পরবর্তী প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের কথা মাথায় রেখে, নির্মাণকাজে উন্নতমানের পণ্যসামগ্রী দিয়ে কাজ করা সকলের সামাজিক দায়িত্ব। মানসম্পন্ন নির্মাণসামগ্রী উৎপাদন ও সরবরাহ করার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে আবুল খায়ের স্টীল সর্বদা বদ্ধপরিকর।
স্থাপনা নির্মাণে মানসম্পন্ন নির্মাণসামগ্রীর গুরুত্ব, ভূমিকম্প সম্পর্কিত জ্ঞান ও ক্ষয়ক্ষতি বিষয়ক ধারণা প্রদান করে রডমিস্ত্রিদের সচেতন করার মাধ্যমে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশব্যাপী এই কর্মসূচি আয়োজন করছে আবুল খায়ের স্টীল।