প্রথমবারের মতো ২০২১-২০২২ অর্থবছরে ৫২.০৮ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। করোনা মহামারীর থাবা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বাধা অতিক্রম করে এ রেকর্ড গড়ে বাংলাদেশ
রপ্তানি আয়ে বিশেষ করে তৈরি পোশাক খাতের অবদান সবচেয়ে বেশি।
রোববার গত অর্থবছরের রপ্তানির তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
তথ্য অনুসারে, এ অর্থবছরে দেশের সামগ্রিক রপ্তানি আয় ৩৪.৩৮ শতাংশ বেড়ে ৫২.০৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরে ৩৮.৭৫ বিলিয়ন ডলার ছিল।
রপ্তানি আয়ে সবচেয়ে বেশি গার্মেন্টস সেক্টর ২০২২ অর্থবছরে ৪২.৬১ বিলিয়ন ডলার আয় করেছে। এ খাতে আয় বেড়েছে ৩৫.৪৭ শতাংশ। যা ২০২১ অর্থবছরেও ৩১.৪৫ বিলিয়ন ডলার ছিল।
এদিকে জুনে রপ্তানি আয় ৩৭.১৯ শতাংশ বেড়ে ৪.৯১ বিলিয়ন ডলারে রেকর্ড করেছে। এক বছর আগেও একই সময়ে যা ৩.৫৮ বিলিয়ন ডলার ছিল।