প্রচ্ছদ ›› বাণিজ্য

রপ্তানি প্রত্যাবাসন কোটায় জমার হার ৫০ শতাংশ কমালো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২২ ১৭:১২:২৪ | আপডেট: ৩ years আগে
রপ্তানি প্রত্যাবাসন কোটায় জমার হার ৫০ শতাংশ কমালো বাংলাদেশ ব্যাংক

রপ্তানি প্রত্যাবাসন কোটা (ইআরকিউ) অ্যাকাউন্টে রাখা বৈদেশিক মুদ্রা জমা রাখার বিদ্যমান সীমা থেকে ৫০ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বিদ্যমান নিয়ম অনুযায়ী, রপ্তানিকারকরা রপ্তানি প্রত্যাবাসন কোটা (ইআরকিউ) অ্যাকাউন্টে রপ্তানি আয়ের একটি অংশ জমা রাখতে পারেন। স্থানীয় মূল্য সংযোজনের উপর নির্ভর করে এ হার ১৫ শতাংশ এবং ৬০ শতাংশ। তথ্যপ্রযুক্তি খাতে এই হার ৭০ শতাংশ।

এ প্রজ্ঞাপনের মাধ্যমে এ জমা রাখার বিদ্যমান হার থেকে ৫০ শতাংশ কমিয়ে যথাক্রমে ৭.৫০ শতাংশ, ৩০ শতাংশ এবং ৩৫ শতাংশ করা হয়েছে। সংশোধিত এ সীমা ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।