প্রচ্ছদ ›› বাণিজ্য

রপ্তানিতেও আয় বাড়েনি বেঙ্গল বিস্কুটের

সাখাওয়াত হোসেন সুমন
১২ জানুয়ারি ২০২৩ ১৪:৪৯:৩৪ | আপডেট: ২ years আগে
রপ্তানিতেও আয় বাড়েনি বেঙ্গল বিস্কুটের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেঙ্গল বিস্কুট লিমিটেড গত বছর পণ্য রপ্তানি শুরু করলেও এখন পর্যন্ত তেমন কোন সাফল্য অর্জন করতে পারেনি।

বর্তমানে ডিএসই’র এসএমই বোর্ডে তালিকাভু্ক্ত কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরে মাত্র ৩৩ লাখ টাকা রপ্তানি করেছে এবং রপ্তানি আয়ের উপর নগদ প্রণোদনা হিসাবে অতিরিক্ত ৩ লাখ টাকা পেয়েছে।

কোম্পানিটির সম্প্রতি প্রকাশিত ২০২২ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটি ৫৬ কোটি ৫৫ লাখ টাকার পণ্য বিক্রি করেছে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৫৬ কোটি ২৭ লাখ টাকা।

কোম্পানিটি ২০২১-২২ অর্থবছরে ৫৪ লাখ টাকা নিট লাভ করেছে আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৬২ লাখ টাকা।

২০২০ অর্থবছরে কোম্পানিট ১৮ লাখ টাকা মুনাফা করেছিল।

বেঙ্গল বিস্কুটের একজন নির্বাহী পরিচালক মিঠুন সরকার দ্য বিজনেস পোস্ট’কে বলেন, “আমরা মাত্র এক বছর আগে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছি। সেখানে অনেক চ্যালেঞ্জের পাশাপাশি অনেক সুযোগ রয়েছে। তবে আমরা বিশ্ববাজারে একটি শক্তিশালী অবস্থান রাখার ব্যাপারে আশাবাদী।”

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে, কোম্পানিটিকে ২০০৯ সালে পুঁজিবাজার থেকে বাদ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে বর্তমানে বন্ধ থাকা ওটিসি বাজারে পাঠানো হয়েছিল।

৩০ সেপ্টেম্বর, ২০২১ -এ কোম্পানিটিকে পুঁজিবাজারের স্মল ক্যাপিটাল প্লাটফর্ম (এসএমই)বোর্ডে যুক্ত করা হয়।

কোম্পানিটির পণ্য রপ্তানি তার আয়ে তেমন কোন প্রভাব রাখতে পারেনি। এর কারণ হিসেবে কোম্পানি সংশ্লিষ্টরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করেছেন।

এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অবশ্য ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করার বাধ্যবাধকতা নেই যেভাবে মূল বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো করে।

এসএমই কোম্পানিগুলো বছরে একবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। 

বেঙ্গল বিস্কুটস লিমিটেডের কোম্পানি সেক্রেটারি খোন্দকার হাসান রেজা দ্য বিজনেস পোস্ট’কে বলেন, “২০২১-২২ অর্থবছরে আমাদের মূলধনের বেশির ভাগই ব্যয় হয়েছে কাঁচামাল এবং পণ্য বাজারজাতকরণে, যে কারণে আমরা সে বছর বড় অঙ্কের মুনাফা করতে পারিনি।”

তবে গত অর্থবছরের তুলনায় তাদের ব্যবসা ভালো হওয়ায় চলতি অর্থবছরে ভালো করার আশাবাদ ব্যক্ত করেন হাসান রেজা।

কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ৭.৯ কোটি টাকা।

বিএসইসির পাবলিক ইস্যু রুলস ২০১৫ অনুসারে, একটি কোম্পানির মূল বোর্ডে তালিকাভুক্ত হতে ন্যূনতম ৩০ কোটি টাকা পরিশোধিত মূলধন প্রয়োজন।

তাই কোম্পানিটির মূল বাজারে ফেরার আশা কম।

কোম্পানির কর্মকর্তারা বলেছেন যে কোনও ছোট মূলধনের কোম্পানি তার পরিশোধিত মূলধন এত দ্রুত এতগুণ করতে পারে না।

বেঙ্গল বিস্কুট লিমিটেড হল এক্সেলসিয়র গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, ফুটওয়্যার এবং অন্যান্য অনেক খাতে গ্রুপটির বিনিয়োগ রয়েছে।