প্রচ্ছদ ›› বাণিজ্য

রপ্তানিমূল্য বিলম্বে প্রত্যাবাসনে মিলবে আগের রেট

নিজস্ব প্রতিবেদক
০৬ মার্চ ২০২৩ ১৮:৫৭:৪২ | আপডেট: ২ years আগে
রপ্তানিমূল্য বিলম্বে প্রত্যাবাসনে মিলবে আগের রেট

রপ্তানিমূল্য বিলম্বে প্রত্যাবাসনের ক্ষেত্রে বিনিময় হার প্রয়োগের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে বিলম্বে রপ্তানিমূল্য প্রত্যাবাসনের ক্ষেত্রে প্রত্যাবাসনের তারিখের বিনিময় হারে রপ্তানিমূল্য নগদায়ন করতে হবে। তবে রপ্তানিমূল্য প্রত্যাবাসন প্রকৃত তারিখে করা হলে চলতি বিনিময় হার প্রয়োগ করে রপ্তানিকারক প্রতিষ্ঠানকে মূল্য পরিশোধ করতে হবে।

এতে আরও বলা হয়, চলতি বিনিময় হার এবং মূল্য প্রত্যাবাসনের প্রকৃত তারিখের বিনিময় হারের ব্যবধানজনিত অর্থ পৃথক খতিয়ানে রাখতে হবে, যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে হবে।

নতুন নির্দেশনার ফলে রপ্তানিমূল্য প্রত্যাবাসনে গতি আসবে। এতে বাজারে বৈদেশিক মুদ্রার তারল্যও বাড়বে।