দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর রবি আজিয়াটা ২০২২ অর্থবছরের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় থেকে এ ঘোষণা দেয়া হয়।
আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৩৫ টাকা করেছে। ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত বছরের জন্য এর ইপিএস ছিল ০.৩৪ টাকা। ৩১ ডিসেম্বর, ২০২২-এ সমাপ্ত বছরে বহুজাতিক কোম্পানিটির শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১২.৮২ টাকা।
লভ্যাংশের জন্য যোগ্য শেয়ারহোল্ডারদের নির্ধারণ করতে, কোম্পানি ১৩ মার্চ রেকর্ড তারিখ নির্ধারণ করেছে।
চলতি বছরের ২৫ এপ্রিল কেম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।