জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও রাজধানীর অন্যান্য মসজিদ প্রাঙ্গণে রমজানকে সামনে রেখে ধর্মীয় বই, আতর, জায়নামাজ এবং ইসলামের সাথে সম্পর্কিত অন্যান্য সামগ্রীর বিক্রি বেড়েছে।
তুরস্ক, ভারত, পাকিস্তান, ইরান থেকে জায়নামাজ, তসবিহ, সুরমা বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। একটি তুর্কি জায়নামাজ বিক্রি হচ্ছে ৫ হাজার টাকা পর্যন্ত, যেখানে ভারতীয়, ইরানি এবং পাকিস্তানি পণ্যের দাম একই রকম।
দেশীয় ও চীনের তৈরি একটি জায়নামাজ ১০০ টাকা থেকে এক হাজার টাকায়, তসবিহ ৫০ থেকে ৫০০ টাকায় এবং গুণগতমানের ভিত্তিতে দেশি-বিদেশি আতর কিনতে পারবেন ১০০ থেকে ৮ হাজার টাকায়।
তবে সব পণ্যের দামই আগের বছরের তুলনায় বেশি। ব্যবসায়ীরা অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে উদ্বিগ্ন, যা ধর্মীয় পণ্য ক্রয়কে প্রভাবিত করতে পারে।
বায়তুল মোকাররম দক্ষিণ গেটের রাস্তার বিক্রেতা বলেন, এ বছর এখন পর্যন্ত ব্যবসার অবস্থা ভালো নয়। গড়ে তাদের বিক্রি প্রায় ৩ হাজার টাকা যা শুক্রবার ৫ হাজার টাকা থেকে বেড়ে ৮ হাজার টাকা হয়েছে।
রাস্তার বিক্রেতারা এই প্রতিবেদককে জানান, সাধারণত পাইকারী বিক্রেতারা অর্ডার অনুযায়ী এসব সামগ্রী সরবরাহ করেন।
মুনতাসির বলেন, পুরান ঢাকার মিটফোর্ড এলাকা অতোরের পাইকারি বাজার এবং বায়তুল মোকাররম জায়নামাজ, সুরমা এবং তসবিহ সরবরাহের আরেকটি কেন্দ্র।
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আসা এক ক্রেতা বলেন, ‘শুধু রোজার মাস আসছে বলে নয়, আমি নিয়মিত অটোর ব্যবহার করি। সুগন্ধির একটা ব্যাপার আছে। আসলে, আমি বাজারে পাওয়া অন্যান্য পারফিউম ব্যবহার করি না। তাদের মধ্যে অ্যালকোহল রয়েছে। তাই আমি সব সময় আতর ব্যবহার করে থাকি।’
একটি বোতল দেখিয়ে, সে শুধু কিনেছে, সে বলল, ‘আমি সবসময় এই একটা ফ্লেভার এবং ব্র্যান্ডের অটোর ব্যবহার করি। ১০০ টাকায় কিনতাম। তখন ১৩০ টাকা ছিল কিন্তু এখন ১৭০ টাকায় কিনলাম।
এক টুপি বিক্রেতা জানান, ২০ বছর ধরে তিনি এ ব্যবসা করছেন। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে তার দোকান।
জালি (নেটেড) থেকে শুরু করে ওমানি এবং পাকিস্তানি ব্র্যান্ডের স্টাইল পাওয়া যায়, যার দাম প্রতি পিস ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত।
ব্যবসায়ীরা মূল্যের দিক থেকে এসব পণ্যের ব্যবসার পরিমাণ সম্পর্কে সুস্পষ্ট বা নির্ভরযোগ্য হিসেব দিতে না পারলেও তাদের অধিকাংশই মনে করেন এটি বার্ষিক ১০০ কোটি টাকার কম নয়।
বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় রমজান মাসে অর্ধেক বার্ষিক বিক্রি হয় বলে দাবি ব্যাবসায়ীদের।